সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার শিক্ষা পরিবার গভীর শোকাহত। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, “বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন নিবেদিত হয়ে কাজ করেছেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন সংগ্রাম ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ গঠনে এবং সাধারণ মানুষের ক্ষমতায়নে যে অনন্য ভূমিকা পালন করেছেন, তা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

উপাচার্য আরও উল্লেখ করেন যে, দেশের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে জাতি এক প্রজ্ঞাবান ও দেশপ্রেমিক নেতাকে হারাল।

পরিশেষে, উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।