দেশের দ্রুত বর্ধনশীল পর্যটন শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা (RUD)-এর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম বিভাগ-এর শিক্ষার্থীরা দেশের বৃহত্তম পর্যটন উৎসব ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (BTTF) ২০২৫-এ স্বেচ্ছাসেবক হিসেবে সক্রিয় অংশগ্রহণ করে এক অনন্য বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB) আয়োজিত এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেলা (৩০ অক্টোবর – ১ নভেম্বর ২০২৫) ছিল শিক্ষার্থীদের জন্য এক বিশাল উন্মুক্ত শ্রেণিকক্ষ। মেলায় অংশ নেওয়া ১২টি দেশের প্রতিষ্ঠান, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট এবং ট্রাভেল এজেন্সিগুলোর স্টল নিবিড়ভাবে পর্যালোচনা করে শিক্ষার্থীরা পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ দিকগুলো হাতে-কলমে উপলব্ধি করতে সক্ষম হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এই বৃহৎ আন্তর্জাতিক ইভেন্টে শিক্ষার্থীদের উপস্থিতি তাদের তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব জ্ঞান ও পেশাগত দক্ষতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ করে দেয়।

রয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অতিথিদের সহায়তা, প্রদর্শক সমন্বয় ও তথ্য সরবরাহের মতো কাজগুলো সরাসরি তদারকি করে মেলার সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তাদের ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক মানের হসপিটালিটি সম্পর্কে বাস্তবিক ধারণা দেয়।

শিক্ষার্থীরা বিভিন্ন এয়ারলাইনস এবং এজেন্সির স্টল থেকে এয়ার টিকেটিং-এর জটিল প্রক্রিয়া, আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ তৈরি এবং সফলভাবে পর্যটন পণ্য বিক্রির কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করে।এছাড়াও বিভিন্ন দেশের সংস্থার সাথে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারে কীভাবে আন্তর্জাতিক বাজারে নিজেদেরকে তুলে ধরতে হয় এবং বিদেশী পর্যটকদের আকর্ষণ করার জন্য কী কী কৌশল অবলম্বন করা জরুরি। এটি তাদের বৈশ্বিক পর্যটন প্রবণতা সম্পর্কে ধারণা লাভে সহায়তা করে।

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আমিনুল আসরাফ এবং বিভাগীয় প্রভাষক ও সমন্বয়ক মিতানুর রহমান শিক্ষার্থীদের কার্যক্রম নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। তাঁদের নেতৃত্ব ও অনুপ্রেরণায় শিক্ষার্থীরা সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম হয়।

এছাড়া, শিক্ষার্থীদের কর্মকাণ্ডকে উৎসাহিত করতে রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা এবং ডাক্তার মমতাজ বেগম ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি’র উপদেষ্টা ড. ইমদাদুল ইসলাম এর পরামর্শক্রমে মেলাটি পরিদর্শন করেন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু), ডেপুটি রেজিস্ট্রার মো. মশিউর রহমান, এবং সিনিয়র অফিসার (অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস) সুরিদ জামান।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম বিভাগ, TOAB-কে ধন্যবাদ জানিয়েছে শিক্ষার্থীদের এমন মূল্যবান ও পেশাদার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য। এই স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যতের পর্যটন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত করবে বলে কর্তৃপক্ষ মনে করে।